বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ক্যাডেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কুস্তিতে ইরানের স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০১৭ 

news-image

ইরানের তিন কুস্তিগীর গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত ক্যাডেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কুস্তি প্রতিযোগিতায় পদক পেয়েছে। এদের মধ্যে মোহসেন ফাতোল্লাহ মাদানি ভারতের সোনু সোনুকে ৫৮ কেজি ইভেন্টে হারিয়ে স্বর্ণপদক পান। ইরানের আরো দুজন কুস্তিগীর রাশিয়ার সের্গেই আলেকসান্দ্রোভিচ চিগিরেভ ও জাপানের কোসি তাকেশিতাকে পরাজিত করে ব্রোঞ্জপদক লাভ করেন। সাইয়েদ মোজতাবা হোসেইনি ১শ’ কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক পান।

ক্যাডেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কুস্তি প্রতিযোগিতা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এবার এ আয়োজনে ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, আজারবাইজান, ইউক্রেন, কাজাখস্তান, জর্জিয়াসহ অন্যান্য দেশ থেকে ১শ’ কুস্তিগীর অংশ নেন। সূত্র: তেহরান টাইমস।