কৌশলগত ধাতু টাইটানিয়াম উৎপাদন করবে ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০১৬
ইরানের প্রথম টাইটানিয়াম উৎপাদনকারী কারখানা আগামী ছয় মাসের মধ্যে কাজ শুরু করবে। ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ কেরমানের খাহ্নজুতে অবস্থিত এ কারখানায় দৈনিক ২ টন টাইটানিয়াম পিগমেন্ট বা রঞ্জক উৎপাদন করা যাবে।
এতে প্রতি বছর এক লাখ ৩০ হাজার টন ঘন টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং ৭০ হাজার টন টাইটানিয়াম ডাইঅক্সাইডের ধাতুমল উৎপাদন করা যাবে।
টাইটানিয়াম পিগমেন্ট বা রঞ্জক উৎপাদনে প্রধানত ব্যবহার হয় টাইটানিয়াম ডাইঅক্সাইড। সাধারণ ভাবে সাদা রঞ্জক হিসেবেই এটি ব্যবহার করা হয়। কাগজ, রং এবং প্লাস্টিকে শুভ্রতা বাড়ানোর কাজে এর প্রয়োজন রয়েছে।
শতাব্দীর সেরা কৌশলগত ধাতু হিসেবে টাইটানিয়ামকে গণ্য করা হয়। গ্রিক উপকথার শক্তিশালী দেবতা টিটানের নামে এর নামকরণ করা হয়েছে। ওজনে হালকা, মজবুত এবং ক্ষয় প্রতিরোধকারী গুণ থাকায় বিমান এবং মহাকাশ শিল্পে এ ধাতু ব্যবহার হয়। এ ছাড়া, সামরিক এবং চিকিৎসা খাতেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। সূত্র: পার্সটুডে, প্রেসটিভি