শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কোয়ান্টাম মাইক্রোফোন বানালেন ইরানি গবেষক

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০১৯ 

news-image

ফলিত পদার্থবিজ্ঞানের একজন ইরানি সহকারী অধ্যাপকের নেতৃত্বে স্টানফোর্ডের একদল গবেষক কোয়ান্টাম মাইক্রোফোন তৈরি করতে সক্ষম হয়েছেন। নতুন এই ডিভাইসটি অধিকতর কার্যকর কোয়ান্টাম কম্পিউটারের জন্য মূল ভিত্তি হতে পারে বলে জানিয়েছেন উদ্ভাবকরা।

ইনগ্যাজেটের তথ্যমতে, স্টানফোর্ডের গবেষকদের তৈরি করা কোয়ান্টাম মাইক্রোফোন শব্দের ক্ষুদ্রতম পরিচিত ইউনিট– কম্পন শক্তির প্যাকেট শনাক্ত করতে পারে যাকে বলা হয় ফোনোস। অধিকতর ক্রিয়াশীল কোয়ান্টাম কম্পিউটারের জন্য এই ডিভাইসটি  ‍বুনিয়াদ হতে পারে বলে এতে উল্লেখ করা হয়। 

পূর্বে ফোনোস পরিমাপ করা অসম্ভব ছিল। কেননা, গতানুগতিক মাইক্রোফোন এটা পরিমাপ করার জন্য যথেষ্ট স্পর্শকাতর ছিল না। যখন শব্দ তরঙ্গের একটি ঝিল্লির সাথে মিথস্ক্রিয়া ঘটে তখন মাইক্রোফোন শনাক্তকরণের মাধ্যমে কাজ শুরু করে। কিন্তু ফোনোস এতই ক্ষুদ্র যে, তা পৃথকভাবে শনাক্ত করা যায় না। সূত্র: মেহর নিউজ এজেন্সি।