কোলকাতা উৎসবে ইরানের ১৭ ছবি
পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০১৯

কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য ইরানের ১৭টি ছবিকে বাছাই করা হয়েছে। ছবিগুলো দেখানো হবে চলমান উৎসবের এবারের ২৫তম আসরের বিভিন্ন বিভাগে।
আয়োজকরা জানিয়েছেন, নির্মাতা আমির-আতহার সোহেইলির অভিষেক চলচ্চিত্র ‘ওমেন হু রান উইথ দ্যা উলভস’ ইভেন্টে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয়েছে। কাহিনিচিত্র বিভাগে দেখানো হবে চলচ্চিত্রকার হাদি কোরবানির ‘দ্যা সাতানস হর্ন’, আমির ওনারলুর ‘অ্যালেপ্পো: দ্যা সাইলেন্স অব দ্যা ওয়ার’, রেজা মজলেসির ‘পিশাশো (মিটিং), মোখতার নামদারের ‘কালচার মিনস’ ও আফরুজ খানবোলুকির ‘মান্দাক’ (ঐতিহ্য)।
এছাড়া স্বল্পদৈর্ঘ্য বিভাগে দেখানো হবে কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে মোহাম্মদ বখশি পরিচালিত ‘আর ইউ ভলিবল?’, সাইয়্যেদ সাইদ নেমাতির ‘রেজাস উইশ’, মাসুদ সোহেলির ‘এলিফ্যান্ট বার্ড’, পারভিজ আমিনীর ‘টেল অফ মাই লাস গ্রিন ফিল্ড’, বাহজাদ খোদাভিসির ‘সেলমেট’, হামেদ গোলশাহীর ‘হাই টাইড’ এবং এগবাল শিরজাই সানীর ‘গ্রেইশ’ অন্যতম।
১৫তম কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ৮ নভেম্বর। সপ্তাহব্যাপী উৎসব চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস।