কোরীয় উপদ্বীপে শান্তি চায় ইরান: প্রেসিডেন্ট রুহানি
পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/08/4bn01bdd74996eu0fi_800C450.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় এবং আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে।
উত্তর কোরিয়ার পার্লামেন্ট স্পিকার কিম ইয়ং-ন্যাম রোববার প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রুহানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বাস করে, সংলাপ হচ্ছে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়।
ইরানের প্রেসিডেন্ট উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক সব সময়ই ভালো ছিল এবং এ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হাসান রুহানি বলেন, ইরান মনে করে বিশ্বের প্রতিটি দেশকেই তার প্রাপ্য সম্মান দেয়া উচিত এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে উত্তর কোরিয়ার পার্লামেন্ট স্পিকার কিম ইয়ং-ন্যাম বলেন, তার দেশ অর্থনৈতিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ অন্যান্য খাতে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে চায়।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কিম ইয়ং-ন্যাম তেহরান সফরে এসেছেন। গত শনিবার ইরানের পার্লামেন্ট ভবনে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় যাতে বিশ্বের একশ’টিরও বেশি দেশের রাজনীতিবিদ ও পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। -পার্সটুডে।