কোমে চালু হচ্ছে প্রথম বুটিক হোটেল
পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২১

ইরানের কোম প্রদেশে চালু হচ্ছে প্রথম বুটিক হোটেল। সেখানকার একটি ঐতিহাসিক ম্যানসনকে এই বুটিক হোটেলে রূপান্তরিত করা হচ্ছে। স্থাপনাটির মূল কাঠামোতে যেন ঐতিহ্যবাহী ইরানি স্থাপত্যের রত্ন গাঁথা রয়েছে।
প্রাদেশিক পর্যটন প্রধান আলিরেজা আরজমান্দি বলেন, ঐতিহাসিক সালামাতিহা ম্যানসনটি পরিপূর্ণভাবে পুনরুদ্ধার ও সংস্কার শেষে প্রদেশের প্রথম বুটিক হোটেলে পরিণত হতে যাচ্ছে।
তিনি জানান, প্রকল্পটির জন্য ১৮০ বিলিয়ন রিয়াল ( ৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পটির কাজ করছে বেসরকারি খাত। প্রকল্পটির কাজ শেষ হলে ১৭ জনের কর্মসংস্থান তৈরি হবে।
আরজমান্দি বলেন, আবাসিক সুবিধা ছাড়াও স্থাপত্য শৈলী, নান্দনিক আবেদন এবং শৈল্পিক বিন্যাসের জন্য বুটিক হোটেল বিখ্যাত। সূত্র: তেহরান টাইমস।