রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কোমেই ঘাসেমি ২০১২ অলিম্পিকের সোনা জিতলেন

পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২২ 

news-image
অবশেষে ২০১২ সালের অলিম্পিক গেমসের স্বর্ণপদক জিতলেন ইরানের ফ্রিস্টাইল কুস্তিগির কোমেই ঘাসেমি। দুই বছর আগে ১২০ কেজি ওজন-শ্রেণিতে আইওসি’র ডোপিং পুনঃপরীক্ষায় ধরা পড়েন উজবেক অ্যাথলেট আর্তুর তাইমাজভ। ডোপিং টেস্টে ধরা পড়ার পর আর্তুর কাছ থেকে বেইজিং ২০০৮ এবং লন্ডন ২০১২-এর স্বর্ণপদক ছিনিয়ে নেওয়া হয়।
উজবেক ওই কুস্তিগির নিষিদ্ধ পদার্থ ডিহাইড্রোক্লোরমেথাইলটেস্টোস্টেরন (ওরাল তুরিনাবল) পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে। ফলেঘাসেমি এবং রাশিয়ার বিলিয়াল মাখভ উভয়েই প্রাথমিকভাবে লন্ডন ২০১২-এর স্বর্ণপদক জিতেন। সর্বশেষ ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ঘাসেমিকে একমাত্র স্বর্ণপদক বিজয়ী হিসেবে নিশ্চিত করেছে। সূত্র: তেহরান টাইমস।