মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘কোভিরান বারেকাত’ এর ওপর প্রথম বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ

পোস্ট হয়েছে: জুন ১৫, ২০২১ 

news-image

ইরানের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ‘কোভিরান বারেকাত’ এর উপর প্রথম নিবন্ধ প্রকাশ করলেন দেশটির বিজ্ঞানীরা। ‘বায়োআরসিভ’ এ নিবন্ধটি প্রকাশিত হয়।

বৈজ্ঞানিক নিবন্ধটির নাম ‘সেফটি অ্যান্ড পটেন্সি অব কোভিরান বারেকাত ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন ক্যান্ডিডেট ফর এসএআরএস-কোভ-২: অ্যা প্রিক্লিনিক্যাল স্টাডি।’’

মে এর মাঝামাঝি থেকে তেহরানে ইমাম খোমেইনির নির্দেশনা বাস্তবায়ন (ইআইকেও) পরিচালিত একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ইরানি তৈরি করোনাভ্যাকসিনটির গণ উৎপাদন শুরু হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।