কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন ক্লাবে যোগ দিল ইরান
পোস্ট হয়েছে: জুন ১৬, ২০২১
করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা উৎপাদকদের ক্লাবে যোগ দিল ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরান খাদ্য ও ওষুধ প্রশাসনের (আইএফডিএ) মুখপাত্র কিয়ানুশ জাহানপুর সোমবার এক ট্যুইটে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘কোভ-ইরান বারাকাত’ টিকার জরুরি ব্যবহারের লাইসেন্স দিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদকদের ক্লাবে যুক্ত হলো। বর্তমানে এই ক্লাবে রয়েছে ইরান, রাশিয়া, আমেরিকা, চীন, যুক্তরাজ্য ও ভারত।
ইরানের ‘কোভ-ইরান বারাকাত’ করোনা ভ্যাকসিন তৈরি করেছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন শিফা ফার্মড ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।