শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কোভিড-১৯ টিকা উৎপাদনে ইরানে ছয় চুক্তি সই

পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২০ 

news-image

ইরানে করোনা ভাইরাসের টিকা উৎপাদনে জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সাথে ছয়টি চুক্তি সম্পন্ন হয়েছে। রোববার এই তথ্য জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি।

তিনি আরও জানান, তার দেশে করোনা ভাইরাসের চিকিৎসায় গবেষকরা ৭৬টি ক্লিনিক্যাল প্রকল্প শুরু করেছেন।

জ্ঞানভিত্তিক ফার্মগুলোর অর্জন প্রসঙ্গে সাত্তারি বলেন, এসব কোম্পানি হাসপাতাল সরঞ্জাম ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) প্রয়োজনীয় সরঞ্জামসহ বিভিন্ন ক্ষেত্রের পণ্যসামগ্রী উৎপাদন করতে সক্ষম হয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে এসব পণ্য আমদানির কোনো প্রয়োজন হবে না।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, চলতি সপ্তাহে কোভিড-১৯ টিকা উৎপাদনে আরও দুটি চুক্তি স্বাক্ষরিত হবে। আশা করা হচ্ছে, জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো পাঁচটি মানব টিকা উৎপাদন করবে যা চলতি বছর বাজারে পাওয়া যাবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।