বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

কোন শর্ত ছাড়াই রুহানির সাথে বৈঠকের জন্য প্রস্তুত ট্রাম্প

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০১৮ 

news-image
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সাথে সাক্ষাত করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আলোচনায় বিশ্বাসী তাই সমস্যা সমাধানে যে কারো সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। তবে ট্রাম্প ইরানের সাথে আলোচনার জন্য কোন রকম পূর্ব শর্ত দেবেন না বলে দাবি করেছে ‘আল-জাজিরা’।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ট্রাম্প হোয়াইট হাউজে ইতালির প্রধানমন্ত্রী গুসেপ কন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। যদি ইরান চায় তাহলে তাদের সাথে ট্রাম্প অবশ্যই বৈঠকে বসবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইরান চুক্তিটি খুবই হাস্যকর ছিল, তাই তিনি তা পরিত্যাগ করেছেন বলে জানান। এখন ইরানের ইচ্ছে অনুযায়ী যে কোন সময় তিনি বৈঠকে বসতে প্রস্তুত বলেও ট্রাম্পের বরাতে জানিয়েছে ‘সিএনএন’।
উল্লেখ্য, চীন, রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের স্বাক্ষরিত ইরান চুক্তি থেকে গত ৩১ মে ট্রাম্প তার দেশকে সরিয়ে নেয়। বাকি সদস্যদের আপত্তি সত্ত্বেও ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের দরুন ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নসহ ইরানের মিত্র রাষ্ট্রগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বৈরিতা শুরু হয়েছে। এর বিপরীতে পাল্টাপাল্টি হুমকি ও হুঁশিয়ারি দেয়াও অব্যাহত রয়েছে। বিবিসি