কোনো পরাজয় ছাড়াই সফল বছর পার করলো ইরান ফুটবল দল
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২১

ইরানের জাতীয় ফুটবল দল কোনো পরাজয় ছাড়াই সফল একটি বছর পার করলো। এছাড়া আগামী ২০২২
ফিফা বিশ্বকাপেও ড্রাগন স্কোসিকের দল তাদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে। ইরান ২০২১ সালে মোট ১২টি জয় এবং একটি ড্র করে।ইরান ছাড়া আর্জেন্টিনা এবং আলজেরিয়াও এমন দল যারা চলতি বছরে কোনো ম্যাচে হারেনি। ২০২১ সালে আলবিসেলেস্তে ১১টিতে জয় লাভ এবং পাঁচটিতে ড্র করেছে। লিওনেল মেসির আর্জেন্টিনাও কনমেবল কোপা আমেরিকা ২০২১ জিতেছে। এবছর আলজেরিয়া ১৩টিতে জয় লাভ এবং চারটিতে ড্র করে। সূত্র: তেহরান টাইমস।