রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

কেরালা উৎসবে যাচ্ছে “কিলিং দ্য ইউনুচ খান”

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২২ 

news-image

ইরানি নাটক “কিলিং দ্যা ইউনুচ খান” ভারতের কেরালার ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে।আবেদ আবেস্ত পরিচালিত চলচ্চিত্রটি একজন সিরিয়াল কিলার সম্পর্কে তৈরি করা হয়েছে। সে তার শিকারকে ব্যবহার করে আরও শিকার হত্যা করে। ইরান-ইরাক যুদ্ধের সময়কার এরকম একটি ঘটনা নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।ছবিটি এস্তোনিয়ান ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্লামড্যান্স ফিল্ম ফেস্টিভালের ২৮তম পর্বের প্রতিযোগিতা বিভাগে দেখানো হয়। ছবিটি স্ল্যামড্যান্স চলচ্চিত্র উৎসবে ব্রেকআউট ফিচার গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে।কেরালার ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৮ মার্চ থেকে ২৫ মার্চ তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে। আট দিনের উৎসবে ১৫টি প্রেক্ষাগৃহে ১৮০টিরও বেশি চলচ্চিত্র দেখানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।