বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কেরালা উৎসবে জুরি বোর্ডের সভাপতি ইরানি অভিনেত্রী

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০১৯ 

news-image

ভারতে চলমান কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইরানি অভিনেত্রী ফাতেমেহ মোতামেদ-আরিয়া। কেরালার থিরুভানান্তপুরামে উৎসবের এবারের ২৪তম আসরে তিনি এই দায়িত্ব পালন করছেন।

জুরি বোর্ডের অন্যান্য সদস্য হলেন, মিশরের চলচ্চিত্র নির্মাতা খাইরি বেশারা, কাজাখস্তানের আমির কারাকুলোভ এবং ভারতের নাগরাজ মানজুলে ও রাজিভ মেনোন।

জনপ্রিয় অভিনেত্রী মোতামেদ-আরিয়া ৭০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দ্যা ব্লু-ভেইলড’ ও ‘গিলানেহ’ এর মতো প্রসংশিত কিছু ছবিতে অভিনয়ের জন্য

ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি ফজর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে চারবার ক্রিস্টাল সিমোর্ঘ অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া ৮০ টির অধিক আন্তর্জাতিক ইভেন্টে পুরস্কার জিতেছেন তিনি।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে চারটি ইরানি ছবি। ফিচার ছবিগুলো হলো- নির্মাতা নিমা জাভিদির ‘দ্যা ওয়ারডেন’, সাইদ রুসতায়ির ‘জাস্ট৬.৫’, রেজা মিরকারিমির ‘ক্যাসল অব ড্রিমস’ এবং মোনা জান্দি হাকিকির আফ্রিকান ভায়োলেট।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ২৪তম আসর ভারতে ৬ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।