মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কেরমানে পর্যটকদের জন্য ৩২৪টি ইকোলজ চালু

পোস্ট হয়েছে: এপ্রিল ২২, ২০২১ 

news-image

গত ফারসি বছরের শেষ নাগাদ (১৯ মার্চ ২০২১) ইরানের কেরমান প্রদেশে চালু হয়েছে ৩২৪টি ইকোলজ। প্রদেশজুড়ে এসব ইকোলজ উদ্বোধন করা হয়েছে বলে জানান সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প দপ্তরের মহাপরিচালক ফেরেইদুন ফা’আলি।

মঙ্গলবার ইরানি বাংর্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছর নয়টি ইকোলজ ইউনিট উদ্বোধন করা হয়েছে। ফলে কেরমান প্রদেশের আবাসন সক্ষমতা বেড়েছে। এছাড়া আরো ইকোলজ ইউনিট চালু করতে নীতিগতভাবে ১০টি চুক্তি অনুমোদন দেয়া হয়েছে।

উল্লেখ্য, কেরমানে বিশ্ব স্বীকৃত সাতটি স্মৃতিস্তম্ভ, ৭০০টি জাতীয় স্মৃতিস্তম্ভ ও কয়েক হাজার ঐতিহাসিক ও প্রাকৃতিক আকর্ষণ রয়েছে। যে কারণে প্রদেশটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য। সূত্র: তেহরান টাইমস ।