শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কেরমানশাহে গ্রামীণ অধরা ঐতিহ্যের জাদুঘর চালু

পোস্ট হয়েছে: মে ২৫, ২০২১ 

news-image

ইরানের কেরমানশাহে প্রথমবারের মতো চালু হলো গ্রামীণ অধরা ঐতিহ্যের জাদুঘর। শনিবার প্রদেশের জারদুই গ্রামে জনসাধারণের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

প্রাদেশিক পর্যটন প্রধান জাব্বার গোহারি বলেন, কেরমানশাহ প্রদেশে এই ধরনের জাদুঘর এটিই প্রথম। এতে পল্লি সংস্কৃতির নানা উপাদান প্রদর্শন করা হবে এবং দর্শনার্থীদের কাছে সেগুলো পরিচিত করানো হবে। সংস্কৃতির এ উপাদানগুলো এই অঞ্চলের মানুষের পরিচিতির একটি অংশ। অন্যদিকে এতে অধিক পরিমাণে পর্যটকও আকৃষ্ট হবে।

তিনি জানান, সংস্কৃতির অধরা উপাদানগুলোর মধ্যে রয়েছে গান, সংগীত, রান্না, হস্তশিল্প এবং নানা উৎসব। এসব উপাদানের নিজস্ব আকর্ষণ রয়েছে। বর্তমানে এসব বিষয়ে বিদেশি পর্যটকদের ব্যাপক আগ্রহ রয়েছে। সূত্র: তেহরান টাইমস।