মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কৃষি খাতে সহযোগিতায় ইরান-চীন সমঝোতা সই

পোস্ট হয়েছে: অক্টোবর ৩০, ২০১৯ 

news-image

কৃষি খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইরান ও চীন। ইরানের  এগ্রিকালচার রিসার্চ, এডুকেশন অ্যান্ড প্রোমোশন অরগানাইজেশন ও চীনের ইয়ুন্নান অ্যাকাডেমি অব এগ্রিকালচার সায়েন্সের মধ্যে সমঝোতাটি স্বাক্ষরিত হয়। এই খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা আইআরএনএ।

চীনের জুয়েলিনে দুদেশের দুই প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে সমঝোতাটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের আগে ইরানের  অ্যাগ্রিকালচার রিসার্চ, এডুকেশন অ্যান্ড প্রোমোশন অরগানাইজেশন প্রধানের নেতৃত্বে ইরানি শীর্ষ প্রতিনিধি দল চীন সফরে আসেন। বৈঠকে ইরানি কর্মকর্তারা দুদেশের মধ্যকার ইতিবাচক সম্পর্কের পটভূমি তুলে ধরেন। সিল্ক রোড পরিকল্পনা কাঠামোর আওতায় তারা পারস্পরিক বৈজ্ঞানিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান করেন।

প্রতিনিধি সফরে ইরানি কর্মকর্তরা যৌথ বিশেষ কমিটি গঠনের প্রস্তাব এবং যৌথ কৃষি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন।

এরআগে গত জুলাইয়ে ইরানের কৃষিমন্ত্রী মাহমুদ হোজ্জাতির নেতৃত্বে একটি বাণিজ্যিক প্রতিনিধি দল বেইজিং সফর করে। এই সফরে চীনা প্রতিপক্ষের সাথে কৃষি খাতে সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে কথা বলেন ইরানি মন্ত্রী। সূত্র: তেহরান টাইমস।