কৃষি ও খাদ্যদ্রব্য রপ্তানিতে ইরানের আয় ৯শ মিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: জুন ২০, ২০২১

চলতি ফারসি বছরের প্রথম দুই মাসে (২১ মার্চ থেকে ২১ মে) কৃষি ও খাদ্যদ্রব্য রপ্তানি করে ৮৯৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ইরান। দেশটির কৃষি উপমন্ত্রী আহমাদ আলি কেইখা এই তথ্য জানান।
তিনি জানান, উল্লিখিত দুই মাসে বিদেশি গন্তব্যে ইরান থেকে ১ দশমিক ৯৭৪ বিলিয়ন টন এসব পণ্য রপ্তানি হয়েছে। ওজনের দিক দিয়ে যা ২০ শতাংশ এবং মূল্যের দিক দিয়ে ২ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস।