কৃষিক্ষেত্রে ইরান-নিউজিল্যান্ড সহযোগিতা চু্ক্তি সই
পোস্ট হয়েছে: মে ২২, ২০১৬

ইরান এবং নিউজিল্যান্ড কৃষিক্ষেত্রের বিভিন্ন খাতে যৌথ সহযোগিতার জন্য একটি চু্ক্তি করেছে। ইরানের কৃষিমন্ত্রী মাহমুদ হোজ্জাতি এবং তেহরান সফররত নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মুরি ম্যাককালি এ চুক্তি সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে হোজ্জাতি বলেন, কৃষিক্ষেত্রে নিউজিল্যান্ডের বিশাল সক্ষমতা আছে এবং এ খাতে ইরানের সঙ্গে সহযোগিতা জোরদার করতে পারে দেশটি। মৎস্য, পশু প্রজননসহ সংশ্লিষ্ট প্রযুক্তির ক্ষেত্রেও দেশ দু’টি সহযোগিতা করতে পারে বলে জানান তিনি।
ম্যাককালি বলেন, সহযোগিতা দলিলে দ্বিপাক্ষিক বিনিময়কে অগ্রাধিকার দেয়া হবে যাতে দুই দেশ অর্থনীতির অন্যান্য খাতেও বাণিজ্য বাড়াতে পারবে। দেশ দুটি বিশ্বের ভিন্ন গোলার্ধে অবস্থিত এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এতে ভিন্ন ভিন্ন বাজারে পৃথক পৃথক কৃষিপণ্য রফতানির লক্ষ্যমাত্রা গ্রহণ করতে পারবে দুই দেশ।
সূত্র: পার্স টুডে