কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পশ্চিম এশিয়ায় শীর্ষে ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ১৩, ২০১৯
২০১৮ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে পেপার প্রকাশের সংখ্যায় পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এসসিআইম্যাগো জার্নাল প্রকাশিত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, ইরান ১ হাজার ৮১৩টি পেপার নিয়ে ২০১৮ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে পশ্চিম এশিয়ায় প্রথম স্থান অধিকার করে। ইরানের পরে অঞ্চলে দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দেশটির প্রকাশিত পেপারের সংখ্যা ১ হাজার ৬৭৮টি।
ইরানের প্রকাশিত মোট ১ হাজার ৮১৩টি পেপারের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে এমন পেপারের সংখ্যা ১ হাজার ৬৭২টি।
১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ৩৪ হাজার ২৮টি নিবন্ধ উপস্থাপন করেছে। বৈশ্বিক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় দেশটির অবস্থান ১৪তম। অন্যদিকে, উচ্চ প্রভাব ও রেফারেন্স হিসেবে বেশি ব্যবহার করা হয়েছে এমন দিক দিয়ে ইরান বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। আর এই খাতে মধ্যপ্রাচ্য থেকে কেবল ইরান বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে স্থান পেয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।