বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কৃত্রিম বুদ্ধিমত্তায় ইতালির সাথে সহযোগিতা বাড়াতে চাই ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২০ 

news-image

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ইরান ও ইতালির মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারি জাহরোমি। মঙ্গলবার ইরানে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত জিউসেপ পেরোনের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ইতালি ইরানকে যেভাবে সহযোগিতা করার অবস্থান গ্রহণ করেছে তার প্রশংসা করেন। বলেন, আমেরিকার বেআইনী চাপ সত্বেও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইতালি ইরানের প্রতি উত্তম ও অধিকতর স্বাধীন অবস্থান বাস্তবায়ন করছে।

জাহরোমি বলেন, বর্তমানে অবরোধ সত্বেও ইতালির কিছু আইসিটি কোম্পানি ইরানে তৎপর রয়েছে। আমরা ইতালির সাথে এই ধরনের সম্পর্ক আরও বাড়াতে ইচ্ছুক। দুদেশের বেসরকারি খাতের মধ্যে আর্থিক সম্পর্ক সম্প্রসারণ করতে চাই। এসময় ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতার বিষয়ে আলোচনা শুরু করতে দুপক্ষকে আহ্বান জানান তিনি। সূত্র: মেহের নিউজ এজেন্সি।