বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কৃত্রিম বুদ্ধিমত্তার দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিল ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৫ 

news-image

এক হাজার কিলোমিটারের অধিক পাল্লার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তানসিরি।

তিনি জানান, ইরান ১ হাজার কিলোমিটারের অধিক পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে। ক্ষেপণাস্ত্রটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নির্ভুলতা এবং কর্মক্ষম কার্যকারিতা উন্নত করা হয়েছে।

অপারেশন ভালফজর-৮ এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তানসিরি ইরানের নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দেন এবং দেশের পানিসীমার প্রতি যেকোনো হুমকির বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন।

তিনি ঘোষণা করেন, ইরানের নৌবাহিনী এবং আইআরজিসি বাহিনী একসাথে দাঁড়িয়ে আছে। দৃঢ়ভাবে তিনি বলেন, কোনও বিদেশী শক্তি আমাদের পানিসীমায় প্রবেশ করতে পারবে না। সূত্র: মেহর নিউজ