শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বে ১৩তম ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০২১ 

news-image

ইরানের ইনডেক্স ডাটাবেজ মতে, সর্বমোট প্রকাশনার সংখ্যার দিক দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বে শীর্ষ দেশগুলোর মধ্যে ১৩তম স্থানে রয়েছে ইরান।নেচার ইনডেক্স তথা প্রকৃতি সূচক হলো লেখকের সংযুক্তি এবং প্রাতিষ্ঠানিক সম্পর্কের একটি ডাটাবেজ। সূচকটি ৮২টি উচ্চ মানের প্রাকৃতিক বিজ্ঞান জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধগুলোর অবদানকে চিহ্নিত করে। গবেষকদের একটি স্বাধীন দল এগুলো নির্বাচিত করেছে।প্রকৃতি সূচক প্রাতিষ্ঠানিক এবং জাতীয় পর্যায়ে নিবন্ধ প্রকাশের পরম এবং ভগ্নাংশের সংখ্যা প্রদান করে। যেমন এটি বিশ্বব্যাপী উচ্চ মানের গবেষণার ফল এবং সহযোগিতার একটি সূচক। ন্যাচার রিসার্স এই ডাটাবেজ সংকলন করে।নেচার ইন্টেলিজেন্স ২০২০ এ, ডাটাবেজটি শীর্ষ ১০০টি প্রতিষ্ঠান, ২৫টি ক্রমবর্ধমান প্রতিষ্ঠান, কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ ২৫টি দেশ/অঞ্চল, শীর্ষ ১০০টি একাডেমিক প্রতিষ্ঠান, শীর্ষ ১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শীর্ষ ১০টি এনপিও/এনজিও, শীর্ষ ১০টি সরকারি প্রতিষ্ঠান, শীর্ষ ৫টি কোম্পানি, শীর্ষ ১০০টি গবেষণা সংস্থা, ২৫টি ক্রমবর্ধমান গবেষণা সংস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ ২৫টি দেশের তালিকা করেছে।কৃত্রিম বুদ্ধিমত্তার (মাত্রিক ডেটা) শীর্ষ ২৫টি দেশ/অঞ্চলের সারণীতে চীন ৩ লাখ ১৮হাজার ৫৩৪টি বৈজ্ঞানিক প্রকাশনা নিয়ে প্রথম স্থানে রয়েছে। আর ৩০ হাজার ২২১টি নিয়ে ইরান ১৩তম স্থান রয়েছে। সূত্র: তেহরান টাইমস।