শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানের তৃতীয় সোনা জয়:  সর্বোচ্চ নেতার অভিনন্দন

পোস্ট হয়েছে: অক্টোবর ৫, ২০২১ 

news-image

কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন ইরানের ফ্রি-স্টাইল কুস্তিগীর কারমান কাসেমপুর। নরওয়ের রাজধানী অসলোতে চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপের এবারের আসরে এটি ইরানের তৃতীয় স্বর্ণ জয়।

ফ্রি-স্টাইল কুস্তির ৯২ কেজি ওজনশ্রেণির ফাইনালে রাশিয়ার কুস্তিগীর মাগোমেদ কুরবানোভকে ৮-৪ পয়েন্টে পরাজিত করেন কারমান কাসেমপুর। এই ইভেন্টে আজারবাইজানের ওসমান নুরমাগোমেদোভ এবং আমেরিকার জে’দেন কক্স ব্রোঞ্জ পদক লাভ করেন।

এর আগে ৮৬ কেজি ওজনশ্রেণিতে ইরানের কুস্তিগীর হাসান ইয়াজদানি তার মার্কিন প্রতিদ্বন্দ্বী ডেভিড টেইলরকে ৬-২ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেন।

এছাড়া, ১২৫ কেজি বিভাগে ইরানের কুস্তিগীর আমির হোসেইন জারে জর্জিয়ার পেট্রিয়াশভিলি ৯-২ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক লাভ করেন।

চলতি অসলো চ্যাম্পিয়নশিপে ইরানের কুস্তিগীররা তিনটি রৌপ্য পদকও জিতেছেন। পদকজয়ীরা হলেন- ৫৭ কেজি ওজনশ্রেণিতে আলীরেজা সারলাক, ৬৫ কেজি বিভাগে আমির মোহাম্মদ ইয়াজদানি এবং৭৯ কেজি ওজনশ্রেণিতে মোহাম্মদ নোখোদি।

পদক জয়ের মাধ্যমে দেশের সম্মান বৃদ্ধি এবং মানুষের মাঝে আনন্দের সঞ্চার করায় ইরানি কুস্তিবীদদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। পার্সটুডে, মেহর নিউজ।