বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ইরানি মেয়েরা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০১৯ 

news-image
কাজাখস্তানের রাজধানীর নূর-সুলতানে অনুষ্ঠিত ওয়াল্ড কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০১৯ -এ ৯৩ পয়েন্ট অর্জন করে টেবিলে সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে ইরানি মহিলা আলিশ কুস্তি দল। একই বিভাগে ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে কাজাখ প্রজাতন্ত্র ও ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় অবস্থান অধিকার করেছে কাজাখস্তান।
 
ইরানের হয়ে ৭৫+ কেজি শ্রেণিতে স্বর্ণ জয় করেন হানিয়ে আসওয়ারি। ৬০ কেজি শ্রেণিতে ফাতেহ ফাত্তাহি জুবেরি রৌপ্য পদক জিতে নেন। একই খেলায় ৫৫ কেজি শ্রেণিতে ব্রোঞ্জপদক অর্জন করেন আরেক ইরানি জাহরা ইয়াজদানি।
 
অন্যদিকে, ৮৫ পয়েন্ট নিয়ে ২য় অবস্থানে থেকে ইরানি ছেলেদের এবারের আসর শেষ হয়। এ বিভাগে ৯৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অর্জন করে প্রতিপক্ষ কাজাখ প্রজাতন্ত্র। আর ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে মঙ্গোলিয়া।
 
আসরের সোমবারের খেলায় ফারসি কুস্তিগীর পোরিয়া রামিজানি পুরুষদের +১০০ কেজি ওজন-শ্রেণিতে প্রতিপক্ষের কাছে হেরে রৌপ্যপদক অর্জন করেন। রামিজানির রৌপ্যপদকসহ একটি স্বর্ণ ও ব্রোঞ্জপদক অর্জন করেন দেশটির পুরুষ কুস্তিগীররা।
 
কাজাখস্তানের রাজধানীর নূর-সুলতানে ‘বেল্ট রেসলিং ওয়াল্ড চ্যাম্পিয়নশিপ’ নামে ডিসেম্বরের ২০-২৩ তারিখে অনুষ্ঠিত হলো ২০১৯ সালের কুস্তি চ্যাম্পিয়নশিপ।
 
এবারের আসরে ‘আলিশ’ ও ‘কাজাখ কুরেশি’ নামে দুটি বিভাগে প্রতিযোগিতা করেন বিভিন্ন দেশের কুস্তিগীররা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।