শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কুস্তি চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ইরানের ৫ মেডেল

পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০২১ 

news-image

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে ৫টি মেডেল জিতেছে ইরানের গ্রেকো-রোমান কুস্তিগিররা। সারবিয়ার বেলগ্রেডে চলমান চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার এই ৫ পদক লাভ করে দেশটির অ্যাথলেটরা।ইরানের আমিন মিরজাজাদে ১৩০ কেজি ওজন-শ্রেণির ফাইনাল বাউটে আরমেনিয়ার ডেভিড ওভাসাসাপিয়ানকে ২-১ পয়েন্টে পরাজিত করে মেডেল ঘরে তোলে।পুয়া দাদমারজ ও আমিন কাভিইয়ানিনেজাদ ৫৫ কেজি ও ৭২ কেজিতে রুপার মেডেল জিতেছে। দাদমারজ রুশ প্রতিপক্ষ মাভলুদ রিজমানোভের কাছে ৩-১ ও কাভিইয়ানিনেজাদ হাঙ্গেরির টমাস লেভাইয়ের কাছে ৫-১ পয়েন্টে পরাজিত হয়।আলিরেজা নেজাতি ও নাসের আলিজাদে ৬৩ ও ৮৭ কেজিতে ব্রোঞ্জ মেডেল জিতেছে। নেজাতি রাশিয়ার টিবিলভকে ৮-০  ও  আলিজাদে জর্জিয়ার প্রতিপক্ষকে ১৫-৭ পয়েন্টের ব্যবধানে হারায়। সূত্র: তেহরান টাইমস।