কুস্তিতে সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়ন ইরান
পোস্ট হয়েছে: মার্চ ২৮, ২০১৯

অনূর্ধ্ব ২৩ সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান দখল করেছে ইরানের ফ্রি স্টাইল কুস্তি দল। মঙ্গোলিয়ায় চলমান চ্যাম্পিয়নশিপে তিনটি মেডেল জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইরানি স্কোয়াড মোট ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ মেডেল জিতেছে। অন্যদিকে মঙ্গোলিয়া ১৭৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় এবং কাজাখস্তান ১৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে।
৬৫ কেজি ওজনশ্রেণিতে প্রথম ম্যাচে চীনা প্রতিপক্ষকে পরাজিত করেন ইরানি কুস্তিগীর ইয়াজদানি। এরপর সেমিফাইনালে ভারতকে হারিয়ে উঠে আসেন ফাইনাল ম্যাচে। তবে ফাইনালে তিনি মঙ্গোলিয়ার প্রতিপক্ষর কাছে পরাজিত হয়ে অর্জন করেন রুপার মেডেল।
৭৪ কেজি ওজনশ্রেণিতে ইরানের জাঙ্গেনেহ কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানের প্রতিপক্ষকে হারিয়ে উঠে আসেন সেমি ফাইনালে। কিন্তু ফাইনাল ম্যাচে মঙ্গোলীয় প্রতিপক্ষের কাছে হেরে লাভ করেন রুপার মেডেল।
অনূর্ধ্ব ২৩ সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ মঙ্গোলিয়ার উলান বাটোরে ২১ মাচ শুরু হয়। টুর্নামেন্টের পর্দা নামে ২৪ মার্চ। সূত্র: ইরান ডেইলি।