কুস্তিতে এশিয়া চ্যাম্পিয়ন ইরানের ফ্রি স্টাইল দল
পোস্ট হয়েছে: এপ্রিল ২৫, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/07/3110988-1.jpg)
২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরানের শক্তিশালী ফ্রি স্টাইল কুস্তি দল। পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
দুই দিনের ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপ চীনের জি’য়ানে ২৩ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। শেষ দিন ইরানের ফ্রি স্টাইল দল সাতটি স্বর্ণ পদক ও তিনটি রৌপ্য পদক জয় করে, ঘরে তোলে চ্যাম্পিয়নশিপের শিরোপা।
এর আগে ২৩ এপ্রিল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ইরানি কুস্তিগীররা তিনটি স্বর্ণ ও দুইটি ব্রোঞ্জ পদক লাভ করে। স্বর্ণ-পদক জয়ী ইরানি কুস্তিগীররা হলেন- রেজা আত্রিয়ানচি (৫৭ কেজি), বেহমনা এহসানপুর (৬১ কেজি), বাহমান তেইমৌরি (৭২ কেজি), কামরান ঘাসেমপুর (৮৬ কেজি), আলিরাজা করিমি (২২ কেজি) ও যাদোলাহ মোহেবি (১১৫ কেজি)। ব্রোঞ্জ পদক জয়ী তিন ইরানি হলেন- আইমান বায়বানী (৫৬ কেজি), মোহাম্মদ নখোধি (৭৪ কেজি) এবং ইউনুস ইমামি (৭০ কেজি)।
প্রতিযোগিতা শেষে ইরান সর্বমোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অতঃপর ১৫৫ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় ও ১২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে কাজাখস্তান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।