কুরআন তিলাওয়াতের মাধ্যমে ফার্সি নববর্ষকে স্বাগত জানায় ইরানিরা
পোস্ট হয়েছে: মার্চ ২১, ২০১৮

আজ ২১ মার্চ ফারসি নববর্ষ। নতুন জামা-কাপড় পরে আনন্দঘন পরিবেশের মধ্যে এদিনটি অতিবাহিত করে এদিন ইরানিরা । পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নতুন বছরকে ইরানিরা স্বাগত জানায় তারা। মঙ্গলবার এক বাণীতে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা ইরানি নতুন বছর ১৩৯৭’কে ইরানি পণ্য উৎপাদনের জন্য সম্ভাবনাময়ী বছর তথা ‘‘দ্য ইয়ার অব সাপোর্ট ফর ইরানিয়ান প্রোডাক্ট’’ হিসেবে ঘোষণা করেছেন। নতুন বছরে ইরানের জাতীয় উৎপাদনের মধ্য দিয়ে তার দেশের অনেক অর্থনৈতিক সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়াতুল্লাহ খামেনেয়ী। পার্সটুডে, মেহর নিউজ।