কুরআনের হাফেজ হলেন ৯৭ বছরের এক নিরক্ষর বৃদ্ধা
পোস্ট হয়েছে: মে ২৯, ২০১৬

সৌদি আরবের ‘খামিস মুশাইত’ শহরের নিরক্ষর বৃদ্ধা ‘আন্না বিনতে নাসের আশ-শামরানি’ ৯৭ বছর বয়সে পূর্ণ কুরআনের হাফেজ হয়েছেন।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের ‘খামিস মুশাইত’ শহরের হেফজে কুরআন বিষয়ক সংস্থা ‘নাবা’র প্রধান শাইখ মানসুর বিন আব্দুর রাহমান আশ-শুগাইবি’ এ সম্পর্কে জানিয়েছেন, ৯৭ বছরের এ বৃদ্ধা আমাদের সংস্থার একজন শিক্ষার্থী। তিনি চলতি বছরের সমাপনী পরীক্ষায় উচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
তিনি বলেন, ৯৭ বছর বয়স হওয়া সত্ত্বেও নিরক্ষর এ বৃদ্ধা পড়তে ও লিখতে পারেন না। এতদসত্ত্বেও তিনি দৃঢ় সংকল্পের মাধ্যমে পবিত্র কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
খামিস মুশাইত শহরের হেফজে কুরআন বিষয়ক সংস্থা ‘নাবা’র একটি প্রতিনিধি দল আন্না বিনতে নাসের আশ-শামরানিকে অভিনন্দন জানাতে তার সাথে সাক্ষাত করেছে এবং তাকে নগদ অর্থ উপহারের পাশাপাশি বিশেষ সনদপত্রও প্রদান করা হয়েছে। সূত্র: ইকনা