মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কুয়েতে ইরানি মুষ্টিযোদ্ধাদের ৬ পদক জয়

পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০২২ 

news-image
কুয়েতে পুরুষ আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম টুর্নামেন্টে ৬টি পদক জিতেছেইরানের ক্রীড়াবিদরা।মোস্তফা রিগি এবং বাঘের ফারাজি নামের দুই ইরানি মুষ্টিযোদ্ধা ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন।
এছাড়াও সাজ্জাদ মোহাম্মদপুর, শাহিন মুসাভি, হোসেন মিরাহমাদি এবং তুফান শারিফি পেয়েছেন ব্রোঞ্জপদক।
টুর্নামেন্টে বিশ্বের ২১টি দেশের প্রতিনিধিত্বকারী প্রায় ১০০ জন বক্সার অংশ নেয়। ইভেন্টে ইরানের বক্সিং দলের প্রধান কোচ ছিলেন আলিরেজা এস্তেকি।ইরানি দল পুরুষদের কুয়েত আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম টুর্নামেন্ট শেষে তৃতীয় স্থান অধিকার করে। সূত্র: মেহর নিউজ।