কুদস দিবস: ইরানি পার্লামেন্টে ইসরাইলবিরোধী প্রস্তাব অনুমোদন
পোস্ট হয়েছে: মে ১৯, ২০২০

বিশ্ব কুদস দিবসকে সামনে রেখে ইরানের পার্লামেন্টে ইসরাইলবিরোধী একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে তেল আবিবের নৃশংসতার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সোমবার পার্লামেন্টের অধিবেশনে সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাব মতে, ইসরাইলের সাথে সংশ্লিষ্ট কোনো কোম্পানির ইরানে অনুষ্ঠেয় কোনো আন্তর্জাতিক প্রদর্শনী, কনফারেন্স, কংগ্রেস ও সেমিনারে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। ইরানে ইসরাইলের তৈরি কোনো হার্ডওয়্যার ও ইসরাইল সংশ্লিষ্ট কোনো সফটওয়্যার প্ল্যাটফর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে।
প্রস্তাবে আরও বলা হয়, এসব প্ল্যাটফর্মে কোনো ইরানি কোম্পানিকেও সেবা দেয়ার অনুমতি দেয়া যাবে না। আর এসব বিধিনিষেধ লঙ্ঘল করলে কারাদণ্ড ও অন্যান্য শাস্তি ভোগ করার বিধান রাখতে হবে।
ইসরাইলকে কোনো গোয়েন্দা সহায়তা দেয়া অথবা তেল আবিবের পক্ষে কোনো গুপ্তচরবৃত্তিকে ‘করাপশন অন দ্যা আর্থ’ হিসেবে গণ্য হবে এবং এরজন্য মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি দিতে হবে। সুরক্ষা, সামরিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মিডিয়া এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইসরাইলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্দেশ্যমূলক সহায়তা করা নিষিদ্ধের প্রস্তাব করা হয় মোশনটিতে। সূত্র: ইরান ফ্রন্ট পেজ নিউজ।