শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কুদস দিবসে ফিলিস্তিন নিয়ে চলচ্চিত্র দেখাবে আইআরআইবি

পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২২ 

news-image

ফিলিস্তিনের উপর বানানো চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক কুদস দিবসকে স্বাগত জানাবে  ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি।২৩ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী প্রোগ্রামে মোট সাতটি চলচ্চিত্র দেখানো হবে। চলচ্চিত্র প্রদর্শনের জন্য আইআরআইবি চ্যানেল নমায়েশ নেটওয়ার্কে ছবিগুলো সম্প্রচার করা হবে।প্রথম দেখানো হবে মিশরীয় চলচ্চিত্র নির্মাতা আতেফ আল-তায়েবের ‘নাজি আল-আলি’ চলচ্চিত্রটি। ১৯৮৭ সালে লন্ডনে খুন হওয়া ফিলিস্তিনি কার্টুনিস্ট নাজি আল-আলিকে নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে।তিনি আরব শাসন ও ইসরাইলের রাজনৈতিক সমালোচনার জন্য বিখ্যাত ছিলেন।এরপর রবিবার রাতে দেখানো হবে ইরানি পরিচালক হাবিব কাভোশের ১৯৯০ সালের নাটক ‘হিডেন ফায়ার’। সূত্র: তেহরান টাইমস।