মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

কুদস দিবসের প্রধান অনলাইন বক্তা জারিফ

পোস্ট হয়েছে: মে ১৭, ২০২০ 

news-image

আসন্ন বিশ্ব কুদস দিবসে ইনস্টাগ্রামে অনলাইনে ভাষণ দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজানের শেষ শুক্রবার (২২ মে) ফিলিস্তিনে ইসরাইলি জবর-দখলের বিরোধিতা করে বিশ্ব কুদস দিবস হিসেবে পালন করা হবে।

করোনাভাইরাস কোভিড-১৯ মহামারির কারণে এবছর ইনস্টাগ্রাম প্রোগ্রামের মাধ্যমে অনলাইনে বিশ্ব কুদস পালন করা হবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় ইংরেজি ভাষায় অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কগুলোতে দিবসটি উদযাপন করা হবে।

আন্তর্জাতিক কুদস দিবসে জারিফের পাশাপাশি প্রধান প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রয়াত ইমাম খোমেইনীর (রহ:) মেয়ে ড. জাহরা মোস্তফাবি, ইরানের পার্লামেন্টের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহযোগী ড. হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান প্রমুখ।

ইনস্টাগ্রামে পেজে ‘এসএ ডট টক’ এ প্রোগামটিতে দেখা যাবে এবং দক্ষিণ আফ্রিকা থেকে ইংরেজি লাইভ দেখা যাবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।