‘কুদসের স্বাধীনতা’ স্লোগানে শুরু হচ্ছে প্রতিরোধ চলচ্চিত্র উৎসব
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/02/4443928.jpg)
‘প্রতিরোধের আলোচনা, নিপীড়িতদের বিশ্ব আন্দোলন এবং পবিত্র কুদসের জন্য স্বাধীনতা’ স্লোগানে পর্দা উঠছে ইরানের আন্তর্জাতিক প্রতিরোধ চলচ্চিত্র উৎসবের। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের এবারের ১৭তম আসর ৩ মার্চ শুরু হবে।
উৎসবের পরিচালক জালাল গাফফারি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, উৎসবের সময় দেশব্যাপী ৩১টি প্রদেশের প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখানো হবে। ছয় দিন ধরে চলবে এই প্রদর্শনী। পারস্য উপসাগরের একটি জাহাজে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে। তিনি বলেন, আমরা উদারপন্থী দেশগুলির উৎসব-আয়োজন অনুকরণ করতে চাই না। তাই আমরা তাদের বায়ুমণ্ডল থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করেছি। “সিনেমা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত; আপনি যখন দেখছেন, ফিলিস্তিন ইস্যুটি বিশ্বে বিস্মৃতির মধ্যে ডুবে গেছে। তবুও ইউক্রেন ইস্যুটি কখনই উপেক্ষা করা হয় না। কারণ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে বিভিন্ন উৎসব হয়” ব্যাখ্যা করেন গাফফারি। প্রতিরোধের মূল্য আপসের চেয়ে কম উল্লেখ করে গাফফারি বলেন, আজ সিরিয়া আমাদের চোখের সামনে। আমাদের এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। সূত্র: তেহরান টাইমস।