কিসমিস রফতানিতে ইরানের আয় ২৭১ মিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০১৭

গত ফার্সি বছরে ইরান কিসমিস রফতানি করে আয় করেছে ২৭১ মিলিয়ন মার্কিন ডলার। গত ২০ মার্চ ফার্সি বছর শেষ হয়েছে। গত বছরে আগের বছরের তুলনায় কিসমিস রফতানি বৃদ্ধি পেয়েছে ৭ ভাগ। সংযুক্ত আরব আমিরাত, ইরাক, রাশিয়া, কাজাকাস্তান ও স্পেনে সিংহভাগ ইরানি কিসমিস রফতানি হয়েছে। এতথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।