শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কিশ দ্বীপ টেনিসে ইরানের দুই স্বর্ণপদক জয়

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০২১ 

news-image

জে-৫ কিশ দ্বীপ ২০২১ টেনিস টুর্নামেন্টে দুটি স্বর্ণপদক জিতেছে ইরানের মান্দেগার ফারজামি ও আলি ইয়াজদানি।  ফারজামি মেয়েদের ফাইনালে রুশ প্রতিপক্ষ আইরিনা আরতেমোভাকে ৬-২ ও ৬-৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন।

অন্যদিকে, ইয়াজদানি ছেলেদের ফাইনালে স্বদেশী খেলোয়াড় কাসরা রহমানিকে ৬-০, ৬-২ ব্যবধানে হারিয়ে সোনার মেডেল ঘরে তোলেন।

টেনিসের ডাবল সেকশনের ফাইনাল ম্যাচে পারনিয়া রোকনাবাদি ও ফাতেমেহ জাঞ্জানির ইরানি মহিলা টিম তুরস্কের কাছে পরাজিত হয়।  

দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপে অনুষ্ঠিত এই টেনিস টুর্নামেন্টে আমেরিকা, জার্মানি, তুরস্ক, মালি ও রোমানিয়ার টেনিস খেলোয়াড়রা অংশ নেন। সূত্র: তেহরান টাইমস।