বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

কিশ দ্বীপে ফুটবল বিশ্বকাপের ক্যাম্প বানাবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০১৮ 

news-image

২০২২ কাতার বিশ্বকাপের সহ-আয়োজক দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে ইরানের। এ সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যে নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করেছে দেশটি। এলক্ষ্যে ইরানের নয়নাভিরাম কিশ দ্বীপে কাতার বিশ্বকাপের ফুটবল ক্যাম্প স্থাপনের প্রকল্প শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। কিশ ফ্রি জোন অরগানাইজেশনের ক্রীড়া পরিচালক বাহরাম আফশারজাদেহ এই তথ্য জানিয়েছেন।

ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে তিনি বলেন, ফুটবল ক্যাম্প স্থাপন প্রকল্পটি শিগগিরই শুরু হবে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ছাড়পত্র পেতে হলে এসব ক্যাম্প মানসম্মত ও যথেষ্ট সুসজ্জিত হতে হবে বলে জানান তিনি।

‘‘কিশ দ্বীপে প্রয়োজনীয় ভাবে ক্যাম্পগুলো নির্মাণের বিষয়ে পৃষ্ঠপোষকদের সাথে আমরা চুক্তিতে পৌঁছেছি। আগামী সপ্তাহে চুক্তিটি সই হবে। এর মধ্য দিয়ে কাতারকে সহযোগিতা করতে আমাদের পদক্ষেপ নেয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।’’

তিনি জানান, দ্বীপটিতে পরিপূর্ণ সুসজ্জিত ৫ বা ৬টি প্রশিক্ষণ ক্যাম্প নির্মাণ করা হবে। ইতিমধ্যে এসব ক্যাম্পের স্থান নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

কিশ দ্বীপে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ আয়োজনের কতটুকু সম্ভাবনা রয়েছে জানতে চাইলে আফশারজাদেহ বলেন, নিশ্চিতভাবেই এটা সম্ভব নয়। তবে বিশ্বকাপ আয়োজনে কাতারকে আমরা সাহায্য করতে পারি।

২০২২ বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোকে গ্রহণে অন্যান্য দেশকে প্রস্তাব দেয়ার চিন্তা-ভাবনা করছে আয়োজক দেশ কাতার। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয় নি।

এদিকে, আসন্ন বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৩২ থেকে ৪৮ করার সম্ভাবনা রয়েছে। ফলে সহ-আয়োজক দেশ হিসেবে অন্যদের প্রস্তাব দিতে পারে কাতার।