কিশ দ্বীপে নির্মিত হচ্ছে ইরানের সর্ববৃহৎ সৈকত পার্ক
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১

দক্ষিণ ইরানে পারস্য উপসাগরীয় কিশ দ্বীপে দেশটির সর্ববৃহৎ সৈকত পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কিশ সিভিল, ওয়াটার অ্যান্ড আরবান সার্ভিসের সিইও আবুলফজল তৈয়েবি শনিবার এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, কিশ দ্বীপের কয়েকশ হেক্টর উপকূলীয় জমিকে সৈকত পার্কে পরিণত করার অনুমোদন দেয়া হয়েছে। দেশে এই ধরনের পার্ক এটিই হবে সর্ববৃহৎ।
তৈয়েবি আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নে সাধারণ জনগণের অন্যতম সুফল হলো ৩ লাখ ৮৮ হাজার বর্গমিটারের মূল্যবান সৈকত বেসরকারি খাতকে সমর্পণ করা হবে না। সূত্র: তেহরান টাইমস।