শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কিশ দ্বীপে চলছে আন্তর্জাতিক জ্বালানি মেলা

পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০২০ 

news-image

ইরানের দক্ষিণ উপকূলের কিশ দ্বীপে শুরু হয়েছে দেশটির দ্বিতীয় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জ্বালানি ইভেন্ট ‘কিশ ইনেক্স’। ২০ জানুয়ারি আন্তর্জাতিক জ্বালানি প্রদর্শনীর এবারের ১৬তম পর্ব শুরু হয়েছে। মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এতে সমবেত হয়েছেন ইরানের তেল শিল্পে তৎপর বিশেষজ্ঞরা।

জ্বালানি মেলায় অংশ নিয়েছে ইরান ও চীন, ইতালি, জাপান, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার ১৪০টির অধিক কোম্পানি। পাশাপাশি তেল, গ্যাস, পরিশোধন, পেট্রোকেমিক্যাল, বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সমিতি ও বাণিজ্য ইউনিয়নগুলো এতে অংশ নিয়েছে।

এবারের প্রদর্শনীর লক্ষ্য দেশীয় সক্ষমতাকে তুলে ধরা এবং ইরানের তেল, গ্যাস, পরিশোধন, পেট্রোকেমিক্যাল, বিদ্যুৎ এবং জ্বালানি শিল্পের ওপর আমেরিকার আরোপিত অবরোধ মোকাবেলার সমাধান বের করা।

ইরান ওয়েল শো’র পরে কিশ ইনেক্সকে দেশটির দ্বিতীয় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জ্বালানি প্রদর্শনী হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।