বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০২৩ 

news-image

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের ২০তম সংস্করণে (২০২৪) ইরানের সাতটি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে। ২০২৩ সালের ছয়টি বিশ্ববিদ্যালয়ের তুলনায় এবার ইরানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১টি বেড়েছে।

র‍্যাঙ্কিংয়ে ১০৪টি অবস্থান জুড়ে থাকা দেড় হাজার প্রতিষ্ঠান রয়েছে। কর্মসংস্থান এবং স্থায়িত্বের উপর জোর দেওয়ার ক্ষেত্রে এই ধরনের র‌্যাঙ্কিং এটাই একমাত্র।

ইরানের শীর্ষ ছয় বিশ্ববিদ্যালয় হচ্ছে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব তেহরান, আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিরাজ ইউনিভার্সিটি, শহিদ বেহেশতি ইউনিভার্সিটি (এসবিইউ), এবং মাশহাদের ফেরদৌসি ইউনিভার্সিটি।

সূত্র: তেহরান টাইমস।