বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাহের-৩১৩ যুদ্ধবিমানের মনুষ্যবিহীন ভার্সন আনছে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০২৩ 

news-image

ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের (আইএআইও) প্রধান বলেছেন, দেশীয়ভাবে তৈরি কাহের-৩১৩ যুদ্ধবিমানটির মনুষ্যবিহীন ভার্সন আগামী মাসে উন্মোচন করা হবে।

ইরানের ফাইটার এয়ারক্রাফ্ট কাহের-৩১৩-এর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের (আইএআইও) প্রধান আফশিন খাজে ফরদ বলেছেন, ‘এই প্রকল্পটি দুটি ভার্সনে নির্মিত হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে মানববিহীন বিমান এবং এটি উন্মোচন করা হবে আগামী মাসে।

খাজে ফরদ এক সাক্ষাতকারে বলেন, গত চার দশকে আইএআইওয়ের উদ্যোগে একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রাউন্ড করা সব বিমান মেরামত ও ঢেলে সাজানো হয়। সূত্র: মেহর নিউজ।