কারাতে ১-প্রিমিয়ার লিগে ইরানের ৪ মেডেল
পোস্ট হয়েছে: মে ৫, ২০২১

পর্তুগালের লিসবনে রোববার কারাতে ১-প্রিমিয়ার লিগে একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক লাভ করেছেন ইরানি কারাতে অ্যাথলেটরা।
ইরানি কারাতে অ্যাথলেট জাবিউল্লাহ পুরশাব পুরুষ কুমিতের ৮৪ কেজি ওজন-শ্রেণির ফাইনালে জাপানি প্রতিপক্ষ রাইয়ুতারো আরাগাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। ইরানের বাহমান আসগারি পুরুষদের ৭৫ কেজির ফাইনাল ম্যাচে ইতালির লুইগি বুসার কাছে -৩-০ পয়েন্টে হারেন। ফলে তিনি পেয়েছেন রৌপ্যপদক। এছাড়া ইরানের হামিদেহ আব্বাসালি ও সাজাদ গানজাদেহ দুটি ব্রোঞ্জপদক জিতেছেন।
কারাতে ১-প্রিমিয়ার লিগে বিশ্বের ৮৭টি দেশের ৭৬৯জন অ্যাথলেট অংশ নেয়। সূত্র: তেহরান টাইমস।