কারাতে-১ প্রিমিয়ার লিগে ইরানের ১০ খেলোয়াড়
পোস্ট হয়েছে: এপ্রিল ২৯, ২০২১
পর্তুগালে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ কারাতে ১-প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছেন ইরানের ১০জন কারাতে খেলোয়াড়। আন্তর্জাতিক এই কারাতে লিগে অংশ নিতে মঙ্গলবার সকালে তারা লিসবনের উদ্দেশে তেহরান ছেড়েছেন।
ইরানের নারী কারাতে দলে রয়েছেন হামিদে আব্বাসালী, তারাওয়াত খাসসর, ফাতেমেহ সাদেঘি, সারা বাহমনিয়র ও রোজিতা আলিপুর। আর পুরুষ দলে ইরানের প্রতিনিধিত্ব করবেন জবিহুল্লাহ পুরশাব, আমির মেহদীজাদেহ, বাহমান আসগরী, সাজাদ গঞ্জজাদেহ এবং আমিররেজা মির্জাই।
পর্তুগালের লিসবনে ৩০ এপ্রিল থেকে ২ মে কারাতে ১-প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ৮৭টি দেশের ৭৪০ জন কারাতে নিবন্ধন করেছেন। সূত্র: তেহরান টাইমস।