কারাতে-১ প্রিমিয়ার লিগে ইরানের দুই স্বর্ণপদক
পোস্ট হয়েছে: মার্চ ১৭, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/03/3719884-1.jpg)
তুরস্কের রাজধানী ইস্তান্বুলে কারাতে-১ প্রিমিয়ার লিগে দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক জিতেছেন ইরানের কারাতে খেলোয়াড়রা। রোববার ইরানি কারাতেরা মোট ৫টি মেডেল ঘরে তোলেন।
পুরুষ কারাতে বিভাগের +৮৪ কেজি ওজন-শ্রেণির ফাইনালে গ্র্যান্ড উইনার সাজাদ গানজাদেহ ইউক্রেনের রিজভান তালিবোভকে ৭-০ পয়েন্টে পরাজিত করেন। অন্যদিকে ইঞ্জুরির কারণে কাজাখস্তানের ডানিয়ার ইয়ুলদাশেভ ফাইনাল ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে স্বর্ণপদক জয় করেন এশিয়ান চ্যাম্পিয়ন জাবিউল্লাহ পুরশাব।
নারীদের কুমিতে ৬১ কেজিতে রৌপ্যপদক জিতেছেন ইরানের রোজিতা আলিপুর। সূত্র: তেহরান টাইমস।