শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কারাতে ১-প্রিমিয়ার লিগে ইরানের ৬ মেডেল

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২০ 

news-image

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে চলমান ২০২০ কারাতে ১-প্রিমিয়ার লিগে ছয়টি মেডেল জিতেছে ইরানি কারাতেরা।

রোববার ফারসি অ্যাথলেট জবিহোল্লাহ পোরশিব পুরুষদের ৮৪ কেজি ওজন-শ্রেণিতে কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। তিনি কাজাখস্তানের প্রতিপক্ষকে পরাজিত করে প্রথম স্থান অর্জন করেন। অন্যদিকে মেয়েদের ৬১ কেজিতে রুপার পদক জিতেছেন ইরানের শিমা আলসা’য়াদি।  

সারা বাহমানিয়ার, রোজিতা আলিপুর, বাহমান আসকারি ও মেহদি খোদাবাখশি প্রত্যেকেই ব্রোঞ্জ মেডেল জিতেছেন।

শুক্রবার দুবাইয়ে ২০২০ কারাতে ১-প্রিমিয়ার লিগের পর্দা ওঠে। আন্তর্জাতিক এই ইভেন্টটিতে বিশ্বের ৮৫টি দেশের ছয় শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন টোকিও ২০২০ অলিম্পিকে কারাতের অভিষেক ঘটবে। অলিম্পিকের এই ইভেন্টের বিভিন্ন বিভাগে মোট আটটি স্বর্ণপদক দেয়া হবে। টোকিওতে পুরুষদের ব্যক্তিগত কাতায় একটি, মেয়েদের ব্যক্তিগত কাতায় একটি  এবং পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন তিনটি ওজন-শ্রেণিতে ছয় জনকে স্বর্ণপদক দেওয়া হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।