কারাতে-১ প্রিমিয়ার লিগে ইরানের দুই স্বর্ণ-পদক
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৭, ২০২০
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২০২০ কারাতে ১ প্রিমিয়ার লিগে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে ইরানের কারাতে খেলোয়াড়রা।
পুরুষদের ৭৫ কেজি ওজন-শ্রেণিতে বিশ্বের এক নাম্বার কারাতে বাহমান আসগারি স্বর্ণ-পদক জিতেছেন। রোববার স্টেডিয়াম পিয়েরে ডি কবার্টিনে তিনি স্বাগতিক ফ্রান্সের লোগান দা কোস্টাকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন। স্বর্ণ-পদক জয়ের মধ্য দিয়ে আসগারি বিশ্ব র্যাঙ্কিংয়ে তার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হন। পাশাপাশি ২০২০ অলিম্পিকে টিকিট নিশ্চিত করেন তিনি।
ইরানের নারী কারাতে দলের অধিনায়ক হামিদেহ আব্বাসালি +৬৮ কেজিতে শীর্ষ স্থান দখল করেছেন। তিনি ফাইনাল বুটে তুর্কি প্রতিপক্ষ মেলতেম হোকাওগলু আকিয়লকে ৬-৩ পয়েন্টে পরাজিত করেন। ঘরে তোলেন সোনার মেডেল।
ইরানের পক্ষে একমাত্র ব্রোঞ্জ পদক জিতেছেন সালেহ আবাজারি। তিনি পুরুষদের +৮৪ কেজিতে এই পদক জেতেন।
২০২০ কারাতে ১ প্রিমিয়ার লিগ শুক্রবার প্যারিসে শুরু হয়েছে। এতে ৯২টি দেশের সাত শতাধিক খেলোয়াড় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।