কারাতে ১-প্রিমিয়ার লীগে ইরানের চার পদক
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/09/4270519.jpg)
ইরানের ক্রীড়াবিদরা ২০২২ কারাতে ১-প্রিমিয়ার লীগে দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জিতেছেন। রোববার নারী কুমিতে অনূর্ধ্ব-৫০ কেজি বিভাগের ফাইনাল ম্যাচে রৌপ্যপদক জিতেছেন ইরানি প্রতিদ্বন্দ্বী সারা বাহমানিয়ার। তিনি ভেনেজুয়েলার ইয়রগেলিস সালাজারের কাছে ০-৫ গোলে পরাজিত হন।
পুরুষ কুমিতে অনূর্ধ্ব-৭৫ কেজির ফাইনাল ম্যাচে কাজাখস্তানের নুরকানাত আজিকানভের কাছে ২-৩ গোলে পরাজিত হয়ে বাহমান আসগারি ঘোঁচেহ রৌপ্যপদক জিতেছেন। অন্যদিকে, জবিউল্লাহ পুরশাব এবং তারাভাত খাকসারও ইভেন্টে দুটি ব্রোঞ্জপদক জিতেছেন।পুরশাব পুরুষ কুমিতে -৮৪ কেজিতে ব্রোঞ্জপদক জিতেছেন এবং খাকসার নারী কুমিতে -৫৫ কেজিতে একটি ব্রোঞ্জ জিতেছেন। ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫৮টি দেশ থেকে মোট ৩৫০ জন ক্রীড়াবিদ অংশ নেন। সূত্র: তেহরান টাইমস।