শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কারাতে ১-প্রিমিয়ার লিগে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: মার্চ ২০, ২০২৫ 

news-image

হাংঝুতে ২০২৫ সালের কারাতে ১-প্রিমিয়ার লিগে ইরানি ক্রীড়াবিদরা একটি স্বর্ণপদক, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ জিতেছে। তেহরান টাইমসের খবরে বলা হয়, টিম মেল্লি প্রতিযোগিতায় জাপান এবং মিশরের চেয়ে পিছিয়ে থেকে তৃতীয় স্থান লাভ করেছে।

নারী কুমিতে -৬১ কেজির ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইরানের আতৌসা গোলশাদনেজাদ জার্মানির খামিস রিমকে ৪-৩ গোলে হারিয়েছেন। এদিকে, নারী কুমিতে -৫৫ কেজির ফাইনালে ফাতেমে সাদাতি জাপানের রিনা কোডোর মুখোমুখি হয়ে ৪-০ গোলে হেরেছেন।

পুরুষ কুমিতে +৮৪ কেজির ফাইনালে সালেহ আবজারি জর্জিয়ার মেরাবি গেলাশভিলির কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছেন।

ব্রোঞ্জ পদক প্রতিযোগিতায় ইরানের বাহমান আসগারি ঘোঞ্চেহ পুরুষ কুমিতে -৭৫ কেজি বিভাগে ক্রোয়েশিয়ার ইভান মার্টিঙ্কাকে ১-০ গোলে পরাজিত করেন। অন্যদিকে মেহেদি খোদাবাখশি পুরুষ কুমিতে -৮৪ কেজি বিভাগে নেদারল্যান্ডসের ব্রায়ান টিমারম্যানসকে ৩-০ গোলে পরাজিত করেন।

হ্যাংজুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৬৮টি দেশের ৩৮১ জন কারাতে ক্রীড়াবিদ অংশ নেয়। সূত্র: মেহর নিউজ