কারাতে প্রিমিয়ার লিগে ইরানের তিন স্বর্ণ-পদক
পোস্ট হয়েছে: অক্টোবর ৮, ২০১৯
কারাতে ১ প্রিমিয়ার লিগে অংশ নিয়ে তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক জিতেছে ইরানি অ্যাথলেটরা। রোববার মস্কোতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
মেয়েদের ৫০ কেজি ওজন-শ্রেণির ফাইনালে ইরানের সারা বাহমানিয়ার জার্মানির কারাতে প্রতিদ্বন্দ্বী শারা হুবরিখকে ১-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ঘরে তোলেন সোনার মেডেল। মেয়েদের ৬১ কেজির ফাইনালে কানাডার হায়া জুমাকে ১-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে স্বর্ণ জয় করেন ইরানের রোজিতা আলিপুর। অন্যদিকে পুরুষদের ৮৪ কেজির ফাইনালে অংশ নিয়ে ইরানের পক্ষে তৃতীয় স্বর্ণপদক জিতে জাবিহোল্লাহ পুরশাব। তিনি জাপানের প্রতিপক্ষ রিয়াতারো আরাগাকেকে পরাজিত করে স্বর্ণ জিতেন।
পুরুষদের ৮৪ কেজির ফাইনালে জর্জিয়ার জোজিতা আরকানিয়ার কাছে ৭-৩ পয়েন্টের ব্যবধানে হেরেছে ইরানের সাজাদ গানজাদেহ, ঘোরে তোলেন রুপার মেডেল। এরআগে দিনের শুরুতে ইরানের বাহমান আসগারি ঘোনচেহ পুরুষদের ৭৫ কেজিতে অংশ নিয়ে স্পেনিশ প্রতিপক্ষ রোদ্রিগো ইবানেজের কাছে ৩-১ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন। লাভ করেন ব্রোঞ্জ মেডেল।
রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত কারাতে ১ প্রিমিয়ার লিগে বিশ্বের ৮৫টি দেশের ৬৪২ জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করে। সূত্র: তেহরান টাৈইমস।